বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুদখোর এক দাদন ব্যবসায়ীর দাবীকৃত ঋণের টাকা যথাসময় পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় অসহায় এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
ওই গৃহবধূ নুর আয়েশাকে নিজের শিশু কন্যা ও প্রতিবেশীদের সামনে প্রকাশ্যে দিবালোকে গাছের সাথে পরিধেয় শাড়ি প্যাচিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করে ওই পাষান্ড।
গত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটলেও বিষয়টি স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ছাড়া কেউ জানতো না। তবে বিধিবাম বুধবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্রের ঘটনাটি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সর্বত্র। করিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়া কাটাস্থ সবুজ পাড়ায় এমন বর্বর ও জঘন্য ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
গতকাল বুধবার দিনটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্মদিন)। এ নিয়ে প্রশাসনসহ রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল দিবসটি পালন নিয়ে ব্যস্ত। ফলে এমন নিষ্ঠুর ঘটনাটি তেমন কারো নজরে আসেনি।
এসময় নির্যাতনের ঘটনাটি চকরিয়া কর্মরত কয়েকজন সংবাদকর্মীর নজরে আসলে ফেসবুকের মাধ্যমে আইনপ্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তারা।
আইনপ্রয়োককারী সংস্থার একজন পদস্থ কর্মকর্তা দাবী করেন ৯৯৯ ঘটনাটি অবহিত করলে অপরাধীরা সহজেই আইনের খাঁচায় আটকা পড়তো। তবে ঘটনাটি ভাইরাল হবার পরও চকরিয়া থানার পুলিশ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত।
তারপরও হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওই ঘটনার নায়ক দাদন ব্যবসায়ী শওকত আলমকে আটক করতে না পারলেও তার বাবাকে আটক করে কৃতিত্বের পরিচয় দিয়েছেন! অনেকের প্রশ্ন আইন প্রয়োগকারী সংস্থা এ ধরণের ন্যাক্কার জনক ঘটনার দায় এড়াতে পারেন না।
এদিকে ওই সুদখোর পাষান্ড শওকতকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।