বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নড়াইলে রওশন আলম (৫০) নামে এক অধ্যক্ষ নিহত হয়েছেন। এ সময় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদরের তুলারামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রওশন আলম তুলারামপুর দক্ষিণপাড়ার জামশেদ আলী খানের ছেলে এবং আশার আলো মহাবিদ্যলয়ের অধ্যক্ষ। আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।
রওশন আলমের ভাই জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম মুকুল জানান, বুধবার সকালের দিকে তুলারামপুর সেতু সংলগ্ন পার্শ্ব সড়ক থেকে রওশন আলম মোটরসাইকেলযোগে হাইওয়েতে উঠছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।