Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে হোটেলে যুবক খুন, গ্রেপ্তার হয়নি হত্যাকারী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:১৫ পিএম

পর্যটন শহর কক্সবাজার এর কলাতলীতে কটেজ জোনের সুইটহোম নামের একটি কটেজ থেকে আবদুল মালেক নামের এক যুবকের লাশ পাওয়া গেছে।

পুলিশের ধারণা মতে তাকে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হলেও গ্রেপ্তার হয়নি হত্যাকারীরা।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে সিআইডি ও থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। আলামত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি মর্গে নেয়া হয়েছে।

নিহত আবদুল মালেক কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের পুত্র বলে জানা গেছে।

কটেজ কর্তৃপক্ষ জানান, দুইদিন আগে দুই বন্ধুসহ তিনজন মিলে কটেজ সুইটহোমের ৩০২ নং কক্ষ ভাড়া নেন।

এর মধ্যে মঙ্গলবার বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল থেকে পুলিশের এক কর্মকর্তা জানান, গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। গলায় তার পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, সাথে থাকা দুইজন মিলে গলায় তার পেঁচিয়েছে হত্যা করে খাটের নিচে লাশ লুকিয়ে পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ