বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোটরসাইকেল দুর্ঘটনায় বেগমগঞ্জ থানার এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছে। নিহত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩১), ফেনী জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় জাহিদ নামে আরো এক (এসআই) গুরুত্বর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের চুঙ্গার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাইজদী বাজার থেকে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ থানায় যাওয়ার পথে চুঙ্গার পোল এলকায় দ্রæতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দু’জন (এসআই) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।