মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘নিশ্চিন্তে ঘুমাতে চাইলে’ গোলাবারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা থেকে বিরত থাকতে হবে যুক্তরাষ্ট্রকে। এমন হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। মার্কিন শীর্ষ ক‚টনীতিক ও সামরিক কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে প্রবেশের আগেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কড়া সমালোচনা করে কঠিন বার্তা দিলেন কিম ইয়ো জং। গত সপ্তাহে উত্তর কোরিয়ার সীমান্তে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া হয়েছে। এরপরই মুখ খুলেছেন কিম ইয়ো জং। তিনি বলেছেন, ‘আমি মার্কিন প্রশাসনকে সাবধান করে দিচ্ছি। তারা যেন সমুদ্রপাড় থেকে এসে আমাদের দেশে গোলাবারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা না করে। যদি তারা আগামী চার বছর নিশ্চিন্তে ঘুমাতে চায়, তা হলে তারা যেন এ ধরনের কাজ থেকে বিরত থাকে।’ খবরে বলা হয়, এমন এক সময় তিনি এই হুমকি দিয়েছেন, যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জাপান ও দক্ষিণ কোরিয়া সফর শুরু করে দিয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। সোমবার প্রথমবারের মতো বিদেশ সফরে জাপান যান পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিøংকিন। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ও চীনের বিরুদ্ধে সামরিক জোট শক্তিশালী করতে সফরে বের হয়েছেন তারা। ওয়াশিংটনের নতুন প্রেসিডেন্টকে ইঙ্গিত করে এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, আগামী চারটি বছর যদি আপনি ভালো করে ঘুমাতে চান, তবে শুরু থেকেই সেই পরিস্থিতি তৈরি করা উচিত না, যা আপনার ঘুম কেড়ে নেবে। কিম জং উনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের মধ্যে একজন তার বোন ইয়ো জং। গত বছর যখন আন্তঃকোরিয়া উত্তেজনা বেড়ে যায়, তখন তাকে গুরত্বপ‚র্ণ ভ‚মিকা রাখতে দেখা গেছে। পিয়ংইয়ংয়ের সরকারি পত্রিকা রডং সিনমুনের খবরে জানানো হয়, উনের বোন ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের উদ্দেশে বলেছেন, তারা আমাদের মাটিতে বারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণের ঘোষণা দিলেও সে প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি। পরমাণু কর্মস‚চির কারণে উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। ডিডবিøউ, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।