মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকা জ্বলছে। গত দুই সপ্তাহ ধরে দেশটির জোহানেসবার্গ উইটস্ ইউনিভার্সিটির ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশটির কেপটাউনসহ বেশ কয়েকটি প্রদেশে। ছাত্রদের আন্দোলন থামাতে ইতোমধ্যে পুলিশের গুলিতে ৩৫ বছর বয়স্ক এক পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গত দুই সপ্তাহ আগে জোহানেসবার্গ উইটস্ ইউনিভার্সিটি কর্তৃক অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ছাএরা আন্দোলনের ডাক দিলে ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশের সাথে ছাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে সংঘর্ষ জোহানেসবার্গ শহরে এবং কেপটাউন ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়ে। পরে আন্দোলন থামাতে পুলিশ গুলি করলে একজন পথচারী নিহত হন। এরপর থেকে ছাএরা আন্দোলনের কঠোর কর্মস‚চি ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকা ছাত্র ইউনিয়ন দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের ২৬ পাবলিক ইউনিভার্সিটি আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। ছাএ ইউনিয়ন দেশটির উপ-উচ্চশিক্ষা মন্ত্রী বুতি মানামেলার কাছে স্মারকলিপি পেশ করেছেন। উচ্চশিক্ষায় সেশন ফি কমাতে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।