Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ গড়তে ইশা ছাত্র আন্দোলনের বিকল্প নেই

বরিশালে পীর সাহেব চরমোনাই

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রগতি দিনদিন বেড়েই চলছে। এর কারণ মরহুম শায়েখ (রহ.) নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন। সুতরাং নীতি আদর্শের প্রশ্নে আপোষহীনভাবে আমরা ইসলামকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
ঐতিহাসিক চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র গণজমায়েতে পীর সাহেব প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। পীর ছাহেব চরমোনাই ইশা ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদের সুন্নাহভিত্তিক জীবন গঠনের পরামর্শ দেন। করোনাকালীন সময় ইশা ছাত্র আন্দোলনের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন তিনি। এসময় দেশবাসীর প্রতি পীর সাহেব চরমোনাই সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ইশা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করারও পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, শিক্ষার্থী হিসেবে আমরা সত্য-মিথ্যার পার্থক্য জানি। দেশের সচেতন ছাত্রসমাজ হিসেবে দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে হবে। যেখানে দেশের পক্ষে কথা বলে আবরার ফাহাদকে শহীদ হতে হয়, সেদেশের আগামী প্রজন্মকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের এ অগ্রযাত্রায় যদি কোনো অশুভ শক্তি বাধা হয়ে দাঁড়ায়, তবে তাদেরকে রুখে দেয়ার জন্য সচেতন ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
ছাত্র গণজমায়েতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, জিএম রুহুল আমীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইউম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় ছাত্র গণজমায়েতে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক এমএম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, তথ্য ও গবেষণা সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আগামীকাল মঙ্গলবার বাদ ফজর পীর সাহেবের বিদায়ী বয়ানের পরে সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে অগ্রহায়ন মাসের চরমোনাইর তিনদিনের মাহফিলের সমাপ্তি ঘটবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইশা ছাত্র আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ