Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্র আন্দোলন নিয়ে সিনেমা বিক্ষোভ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০৩ এএম

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বিক্ষোভ’। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। নির্মিত হয়েছে শাপলা মিডিয়ার ব্যানারে। ১০ জুন সিনেমাটি মুক্তি দেয়া হবে। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক শান্ত খান, ভারতের নায়িকা শ্রাবন্তী, রাহুল দেব, রজতাভ দত্ত, জয়দীপ মুখার্জী, শুভশ্রী কর, শিবা শানু প্রমুখ। ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। এছাড়া দুটি গানের শুটিং হয়েছে ভারত ও থাইল্যান্ডে। চিত্রনায়ক শান্ত খান জানান, সিনেমাটিতে তিনি একজন ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আন্দোলনকে ঘিরে নানা ঘটনার মধ্য দিয়ে এর গল্প এগিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্র আন্দোলন নিয়ে সিনেমা বিক্ষোভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ