Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মহত্যার অপচেষ্টা বিজেপি নেতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০৩ এএম

বিধানসভার ভোটকে সামনে রেখে অনেকটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতের পশ্চিমবঙ্গে। স¤প্রতি প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে বিরোধী দলগুলো ক্ষোভ ঝাড়ছে। এরমধ্যে প্রার্থী পছন্দ না হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন এক বিজেপি নেতা। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি বাংলার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তার আত্মহত্যার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গের হুগলির ত্রিবেণী এলাকার বিজেপি নেতা নিরুপম মুখার্জী সোমবার সকালে রেললাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারণ প্রার্থীকে পছন্দ হয়নি তার। আত্মহত্যার চেষ্টাকারী ওই বিজেপি নেতা নিরুপম মুখার্জীর অভিযোগ এমপি লকেট চ্যাটার্জী কোনো স্থানীয় নেতৃবৃন্দের মতামতকে তোয়াক্কা না করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রামের প্রার্থী করতে চাইছেন। যা নিয়ে তীব্র ক্ষোভ দেখতে শুরু করে স্থানীয় নেতাকর্মীরা। তবে কেউ যে একেবারে আত্মহত্যা করার চেষ্টা করবেন তা কেউ ভাবতে পারেনি। রেললাইনে গিয়ে নিরুপম আত্মহত্যার চেষ্টা করলে দলীয় কর্মীরা সেসময় তাকে বাধা দেয়। উল্লেখ্য, রোববার বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষিত হতেই দল ছাড়েন শোভন-বৈশাখী জুটি। যা নিয়ে কোন্দল দেখা দিয়েছে। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ