Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় ৬ ইউপিতে আ.লীগের প্রার্থী ঘোষণা

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি নির্বাচনে ৬ ইউপিতে আ.লীগের মনোনায়ন ঘোষণা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় অফিস থেকে ঘোষিত তালিকায় ৫ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এবং ১টিতে নারী দলীয় মনোনয়ন পেয়েছেন। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মনোনয়ন বোর্ডের এক সভায় দলীয় এ মনোনয়ন চুড়ান্ত করেছেন।

মনোনয়ন প্রাপ্তরা হলেন ১নং তুষখালী ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, ৩নং মিরুখালী ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস ছোবাহান শরীফ, ৭নং বেতমোর রাজপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন আকন, ৮নং আমড়াগাছিয়া ইউপির স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশারেফ হোসেনের সহধর্মিনী মোসা. শারমিন জাহান, ৯নং সাপলেজা ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মিরাজ মিয়া ও ১০নং হলতা গুলিসাখালী ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল আলম ঝনো।

উপজেলা আ.লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনায়ন ঘোষণার পর উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করার খবর পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ