Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থী তালিকা নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙনের সুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দলে দলে বিরোধ বাড়ছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আংশিক প্রার্থীতালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর এরপর সম্ভাব্য ভাঙনের মুখে পড়েছে মমতাকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে আদা-জল খেয়ে নির্বাচনী মাঠে নামা দলটি। রোববার বিজেপির প্রার্থীতালিকা প্রকাশ হলেও তাতে নিজের নাম খুঁজে পাননি রাজ্য রাজনীতির ময়দানের হেভিওয়েট নাম শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর এরপরই তারা বিজেপি ছাড়তে যাচ্ছেন বলে গুঞ্জন বের হয়েছে। কয়েকটি স‚ত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, প্রার্থীতালিকায় নিজের নাম না পেয়ে ইতোমধ্যেই দল ছাড়ার ঘোষণা দিয়ে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি পাঠিয়েছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রোববার আংশিক প্রার্থীতালিকা প্রকাশ করে বিজেপি। তালিকায় একাধিক চমক থাকলেও তাতে নাম ছিল না শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার কোনো একটি কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কারণ আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতার বেহালা প‚র্ব আসন থেকে তৃণম‚ল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি নেতা শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তৃণম‚লের প্রার্থীতালিকা ঘোষণার পর শোভন-বৈশাখীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন রত্না। সেই চ্যালেঞ্জ গ্রহণও করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু তিনি মনোনয়নই পেলেন না। হেভিওয়েট প্রার্থী হয়েও মনোনয়ন না পাওয়া অসম্মানজনকই বটে। প্রকাশিত প্রার্থীতালিকা অনুযায়ী, বেহালা প‚র্ব আসনে বিজেপির প্রার্থী করা হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারকে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া টাইমস।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ