বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে ক্যাপ্টেন মোহাম্মদ এহসান উল্লাহ খানকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম নঈম গোলাম মুক্তাদিরকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্টের পরিচালক নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন আবুল খায়ের মোহাম্মদ আমিনুল আজীম। তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে এ ডিপার্টমেন্টের বর্তমান পরিচালক ক্যাপ্টেন এম নজরুল ইসলামকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) যুগ্ম পরিচালক নিয়োগ পেয়েছেন মেজর সাইফুল্লাহ সিদ্দিকী। তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।