পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানী ঢাকাসহ দেশের মোট ১৩টি জেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে আইপিডিসি লিমিটেড। এই উদ্যোগে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে ১৭০০ কম্বল বিতরণ করেছে আইপিডিসি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক বিজ্হপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কিশলয় সংসদ-এর মাধ্যমে ঢাকার খিলগাঁওয়ের গোরান ও কিশোরগঞ্জের বাজিতপুরে; আমাল ফাউন্ডেশন-এর মাধ্যমে ঢাকার কিছু স্থানসহ নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও রাজবাড়ী জেলায়; ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর মাধ্যমে সাতক্ষীরা, নওগাঁ, পঞ্চগড়, রংপুর, নোয়াখালীর হাতিয়া দ্বীপ ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়; এবং বগুড়া জেলায় নিজ প্রতিনিধির মাধ্যমে কম্বলগুলো বিতরণ করেছে আইপিডিসি।
সম্প্রতি শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী অসহায় পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সেই বিষয়টি বিবেচনা করে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগটি নেয় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এই উদ্যোগে পাশে থাকায় সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আইপিডিসি। সুবিধাবঞ্চিত এলাকার মানুষের পাশে সেবার হাত বাড়িয়ে দেওয়া আইপিডিসি-র মূলমন্ত্রগুলোর একটি। আর্থিক সেবা প্রদানের পাশাপাশি সমাজ কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।