Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুতুবদিয়া থেকে সৌরবিদ্যুৎ আনছে পিডিবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুতুবদিয়ায় অবস্থিত সোলার মিনিগ্রিড বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ ক্রয় করবে পিডিবি। এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেডের মধ্যে একটি ক্রয় চুক্তি সই করা হয়েছে। গতকাল সোমবার বিদ্যুৎভবনের মুক্তি হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এবং বিদ্যুৎ বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তারাসহ সংস্থার আওতাধীন বিভিন্ন সংস্থা বা কোম্পানি, ইডকল, সোলার গ্রিড অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সোলার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধানরা ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের মিনি গ্রিডগুলা থেকে বিদ্যুৎ কেনার যে নির্দেশনা দিয়েছিল বিদ্যুৎ বিভাগ, তার আলোকে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কেনা হবে। এর আগে দুর্গম এলাকার চরগুলোতে মিনি গ্রিড স্থাপন করে বিদ্যুৎ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এসব চর এবং দুর্গম এলাকাগুলোতে গ্রিডের বিদ্যুৎ পৌঁছালে বিনিয়োগকারীরা বিপাকে পড়েন। পরে সরকারের নির্দেশনায় এসব গ্রিড থেকে বিদ্যুৎ কেনার উদ্যোগ নেয় পিডিবি। বলা হচ্ছে, পর্যায়ক্রমে দেশের অন্য মিনি গ্রিড থেকেও বিদ্যুৎ কেনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া থেকে সৌরবিদ্যুৎ আনছে পিডিবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ