মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইউরোপীয় দেশ চেক প্রজাতন্ত্র জেরুসালেমে কূটনীতিক অফিস স্থাপন করায় নিন্দা জানিয়েছে আরব লীগ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর আগে তেল আবিবে দেশটির ইসরাইলি দূতাবাসের একটি শাখা অফিস খোলা হয়। চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসের উপস্থিতিতে নতুন এই কূটনীতিক অফিসের উদ্বোধন করা হয়। এর দুই সপ্তাহ আগে ‘ভ্যাকসিন কূটনীতির’ আওতায় চেক রিপাবলিকে মর্ডানার পাঁচ হাজার করোনা টিকা পাঠায় ইসরাইল। শনিবার ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, প্রাগের এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণ ও তাদের অধিকারে এক স্থূল আঘাত, যা নগ্নভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অপরদিকে কায়রো থেকে আরব লীগের মহাসচিব আহমদ আবুল গেইত এক বিবৃতিতে বলেন, ‘একটি একটি দেশের প্রতিনিধিত্বকারী অফিস খোলার সিদ্ধান্তের মাধ্যমে জেরুসালেমের আইনগত মর্যাদায় প্রভাব পড়ছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।