মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভোটের মুখে পশ্চিম বাংলায় বিজেপি-বিরোধী শক্তিকে মজবুত করার বার্তা দিতে কলকাতা ও নন্দীগ্রামে কিষাণ মহাপঞ্চায়েত করলেন কৃষক নেতারা। শনিবার সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিরা কলকাতায় এসে ডাক দিলেন, বিজেপিকে একটাও ভোট নয়। কোনো দলের জন্য সমর্থন নয়, কিন্তু বিজেপিকে ভোট না দেয়ার আহবান করলেন রাকেশ টিকায়েতরা। ছিলেন যোগেন্দ্র যাদব, মেধা পাটেকরের মতো বিশিষ্ট সমাজকর্মীরা। এদিন কলকাতায় সংযুক্ত কিষাণ মোর্চা আয়োজিত কিষাণ-মজদুর মহাপঞ্চায়েতে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, ‘আর যাকে খুশি ভোট দিন, বিজেপিকে একটিও ভোট দেবেন না। কারণ, দিল্লিতে কোনও প্রশাসন চলছে না, চলছে একটি ঠগের সরকার।’ তার সাফ কথা, বিজেপি বাংলায় হারলে কৃষকদের দাবি মানতে বাধ্য হবে। কৃষক আন্দোলনের স্বার্থে বাংলার জনগণকে বিজেপিকে ভোট না দেওয়ার বার্তা দিলেন কৃষক নেতারা। কলকাতার মহাপঞ্চায়েত সেরে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র নন্দীগ্রামে পৌঁছে যান নেতারা। সেখানে ছিলেন রাকেশ টিকায়েতও। সেখানেও বিজেপিকে ভোট না দেওয়ার প্রচার করেন। উল্লেখ্য, দিল্লির কৃষক নেতারা ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন মেধা পাটেকর, সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে যাঁকে নিয়মিত দেখা গিয়েছিল। স্বরাজ ইন্ডিয়া এবং সংযুক্ত কিষাণ মোর্চার নেতা যোগেন্দ্র যাদব-সহ ভারতীয় কিষাণ ইউনিয়নের শীর্ষ নেতারাও ছিলেন মহাপঞ্চায়েতে। এদিন রাকেশ টিকায়েত বলেন, ‘শুনছি দিল্লির নেতারা পশ্চিমবঙ্গে আসছেন, থাকছেন। তাই আমরাও দিল্লি থেকে পশ্চিমবঙ্গে এসেছি ওঁদের খুঁজতে।’ এমনকী অমিত শাহ-সহ কেন্দ্রীয় বিজেপি নেতারা যেভাবে বাংলা সফরে এসে বিভিন্ন সময়ে মধ্যাহ্নভোজ সারছেন, সেই নিয়েও কটাক্ষ করেন রাকেশ। বলেছেন, ‘ভোটের মুখে আপনার বাড়িতে যদি ভাত খেতে ওঁরা আসেন, তাহলে ভাত দেবেন। কিন্তু পাশাপাশি জিজ্ঞাসা করবেন, ধানের ন্য‚নতম সহায়ক মূল্যের কী হল? আন্দোলনরত কৃষকদের সাথে দিল্লিতে কেউ আলোচনায় বসছেন না কেন? তিনটি কৃষি আইন কবে বাতিল করা হবে?’ এবিপি, ওয়ান ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।