Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ১২:০২ এএম

অক্সিজেনের অভাবে
ইনকিলাব ডেস্ক : জর্ডানের রাজধানী আম্মানে শনিবার একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে আট রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি ব্যর্থতার অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধেও। অবশেষে অভিযোগ মাথায় নিয়ে শনিবারই পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত। রাজধানী আম্মান থেকে ২৩ কিলোমিটার দূরে বালকাপ্রদেশে আল-সল্ট হাসপাতালে শনিবার একদিনে ওই আটজনের মৃত্যু হয়। হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল-খাসোনেহ বিষয়টি জরুরিভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিবিসি, আনাদোলু।


গাড়িতে হামলা
ইনকিলাব ডেস্ক : আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নেনদাজকে বহনকারী একটি মিনিবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির পাতাগোনিয়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাইরে থাকা তার গাড়ি ঘিরে ধরে লোকজন। তারা গাড়িতে পাথর ছুড়েছে। দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট আলবার্তো। দাবানলের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বিবিসি।


কাজাখস্তানে নিহত ৪
ইনকিলাব ডেস্ক : কাজাখস্তানের আলমাতিতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছেন। মধ্য এশিয়ার দেশটির জরুরি মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে খবরে বলা হয়, সামরিক বাহিনীর অ্যান-২৬ বিমানটি ছয় আরোহীসহ রাজধানী নূর সুলতান থেকে রওনা হয়ে শনিবার আলমাতি বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হয়। জরুরি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “প্রাথমিক তথ্য অনুযায়ী, চার জন নিহত হয়েছেন, আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” ঘটনাস্থল থেকে পাঠানো ছবিতে উল্টে পড়া বিমানটিতে আগুন জ্বলতে দেখা গেছে। রয়টার্স।


ভিন্নধর্মী মিউজিয়াম
ইনকিলাব ডেস্ক : কখনো গহীন অরণ্য, ঝরণাধারা, আবার কখনো মুষলধারে বৃষ্টি। একটা স্টিম বাথ নেয়ার পর দেখলেন আপনার চারপাশে ফুলের ছড়াছড়ি। শত শত পাঁপড়ি থেকে যেন ফুল ফুটে ওঠছে চোখের সামনে। আবার হাত বাড়াতেই দেখলেন হাজারো প্রজাপতির ওড়াউড়ি। কেমন অনুভ‚তি হবে আপনার? জাপানের রাজধানী টোকিওতে টিকটক টিমল্যাব রিকানেক্ট নামের মিউজিয়ামে রয়েছে এমনই সুযোগ। যেখানে আয়েশি কায়দায় বিলাসবহুল উপায়ে মানসিক অবসাদ দূর করার সুযোগ রয়েছে। আলোকছটা আর পানির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভিন্ন এক জগৎ। হিন্দুস্তান টাইমস।


শিক্ষকের অভাবে
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিক্ষকের অভাবে ৬ হাজার ৮৬৬ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রদেশের বিভিন্ন জেলায় ৩২,৫১০ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং ১৪,০৩৯ জন জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পদ খালি রয়েছে। এছাড়া প্রদেশটিতে সাত হাজার ৯৭৪টি স্কুল অকার্যকর। সম্প্রতি সিন্ধু হাইকোর্টকে (এসএইচসি) বিষয়টি জানানো হয়েছে। স্কুল শিক্ষা সচিব এসএইচসিকে আরও জানিয়েছেন, প্রদেশের বিভিন্ন জেলায় ৩২,৫১০ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং ১৪,০৩৯ জন জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পদ খালি রয়েছে। ট্রিবিউন।

 

শাস্তি চান
ইনকিলাব ডেস্ক : বলিভিয়ার সামরিক ক্যু’র সঙ্গে জড়িতদেরকে শাস্তির আওতায় আনার আহবান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। ২০১৯ সালের নভেম্বর মাসে সংঘটিত সামরিক ক্যু’র মাধ্যমে মোরালেসকে ক্ষমাতচ্যুত করা হয় এবং তিনি দেশ থেকে নির্বাসনে যেতে বাধ্য হন। মোরালেসকে ক্ষমতাচ্যুত করার পর বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জেনিন অ্যানেজ। কিন্তু পরবর্তীতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হন এবং মোরালেস সমর্থিত প্রার্থী বিজয়ী হন। রয়টার্স।


মহান প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে মহান প্রেসিডেন্ট উল্লেখ করে প্রস্তাব গ্রহণ করেছে। ট্রাম্পকে বাঁধাই করা সম্মাননা সনদ দেওয়ার জন্য অঙ্গরাজ্য রিপাবলিকান পার্টির পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার রাতে নেতারা ফ্লোরিডার মার-এ-লাগোতে পৌঁছান। ক্ষমতা ছাড়ার পর সেখানেই অবস্থান করছেন ট্রাম্প। প্রস্তাবে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যা অর্জন করেছেন, তা জো বাইডেন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে অর্জন করতে পারেননি। করোনা মোকাবিলা, টিকা বিতরণ, মহামারির সময় কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রাম্পের ভূমিকার বিষয়টি সম্মাননাপত্রে উল্লেখ করা হয়েছে। ফক্সনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ