Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে যুবক খুন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৭:০০ পিএম

আজ টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে মো. জুবায়ের (২১) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৪ মার্চ) সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জুবাইয়ের নয়াপাড়া ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সন্ত্রাসী বাহিনী সালমান শাহ গ্রুপের সদস্য ছিল বলে জানা গেছে।

এপিবিএন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

শনিবার মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবায়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে। পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো. জলিলকে কুপিয়ে জখম করে।

টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ