Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : সামাজিক মাধ্যম ফেসবুক ও মাইক্রোসফটের তৈরি জুম, স্কাইপে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। শুক্রবার দেশটির সংবাদমাধ্যম আরটি এ খবর দিয়েছে। খবরে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয়ভাবে পরিচালিত রোস্টেক কোম্পানির কোনো কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে প্রতিরক্ষা বিভাগের সাথে জড়িত কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের তৈরি জুম, স্কাইপে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোস্টেকের অধীনে একশ’র বেশি কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠান বিমান, ট্যাঙ্ক, সমরাস্ত্র এবং রেডিও প্রযুক্তি থেকে শুরু করে যানবাহনও তৈরি করে থাকে। এর মধ্যে কালাশনিকভ কনসার্ন অস্ত্র তৈরির জন্য সারাবিশ্বে জনপ্রিয়। আরটি।


হামলার কবলে
ইনকিলাব ডেস্ক : ভূমধ্যসাগরে ইরানের একটি কন্টেইনার জাহাজের ওপর হামলা চালানো হয়েছে। ‘শাহরি কর্ড’ নামের ওই জাহাজটিকে লক্ষ্যবস্তু বানিয়ে করে শুক্রবার বিস্ফোরক ছোড়া হয় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কোম্পানির মুখপাত্র। এ ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে খুব দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন জাহাজটির ক্রুরা। হামলায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি শাহরি কর্ডের। কোনও ক্রু আহতও হননি। তবে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে শাহরি কর্ডের নির্মাণকারী ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাহাজ প্রস্তুতকারী কোম্পানি। আল-জাজিরা।


ইউরোপীয়দের সমর্থন
ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট বাইডেনের সহায়তা প্যাকেজকে স্বাগত জানিয়ে আইনপ্রণেতারা বলেন, এই সহায়তা প্যাকেজ তাদের অর্থনীতিতেও প্রাণ সঞ্চার করবে। বৃটেনের ‘দি ফিনান্সিয়াল টাইমস’ পত্রিকা এই সহায়তা বিলটিকে করোনা মহামারীর মতোই ঐতিহাসিক বলে উল্লেখ করে। তাদের সম্পাদকীয়তে বলা হয়, বাইডেনের এই সহায়তা পরিকল্পণা বৃহত্তর বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলবে। ইউরোপীয় বিনিয়োগকারীরা বিলটি পাস হবার পর, এটিকে স্বাগত জানানও বৃহস্পতিবার শেয়ার বাজারে উন্নতি পরিলক্ষিত হয়। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ