Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মডেল স্বর্ণার ২৮ বিয়ের খবরে সোশাল মিডিয়ায় তোলপাড়

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ৬:০৯ পিএম

মডেল-অভিনেত্রী রোমানা স্বর্ণার ফাঁদে ফেলে ২৮ জনকে বিয়ে করার খবরে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৌদি প্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের কাছ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর এই তথ্য বেরিয়ে আসে।

স্বর্ণা আপত্তিকরভাবে ছবি তুলে এরপর ব্লাকমেল করে বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। মানুষজনকে ফাঁদে ফেলে তার ২৮ বিয়ে করার এই খবর সোশাল মিডিয়ায় এখন হট টপিক্স। এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভের ঝড় তুলেছেন নেটিজেনরা।

স্বর্ণা শুধু একা নন, তার এই কাজে পরিবারের প্রতিটি সদস্যই জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। এ ঘটনায় রোমানা স্বর্ণাসহ পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বর্ণা নিজেকে কখনো মডেল, কখনো অভিনেত্রী পরিচয় দিতেন। খুলতেন ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি। আপলোড করতেন আপত্তিকর সব ছবি। এরপর প্রবাসীদের টার্গেট করে ‘ফ্রেন্ড’ বানিয়ে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক। তারপর কখনো স্বামীর সঙ্গে বিচ্ছেদ, আবার কখনো স্বামীহীন সংসারে আর্থিক অনটনের কথা বলে প্রবাসী ঐসব প্রেমিকদের কাছ থেকে নিতেন টাকা।

দেশে ফিরলে তাদের সঙ্গে দেখা করতেন। একান্তে সময় কাটিয়ে গোপনে ছবি তুলতেন। পরে সেই অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে করতেন বিয়ে। প্রতারিতদের দাবি, ২৭ জনের সঙ্গে এভাবে প্রতারণা করে বিয়ে করে রোমানা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

ফেসবুকে ইব্রাহিম খলিল লিখেছেন, ‘‘এমন হাজারো রুমানার বসবাস এ বাংলাদেশের আনাছে কানাছে,, এদের গেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করলে পুরুষ নির্যাতন বন্ধ করা সম্ভব।’’

মোঃ আহশানুল হক লিখেছেন, ‘‘তারা শিল্পী মানুষ আবার স্টার, তারা কোনো টিভিতে সাক্ষাৎকার দিতে আসলে সব সময় এমনভাবে তাদেরকে উপস্থাপন করে এবং সাথে মহাপন্ডিত উপস্থাপকের তেলবাজি তো আছে যে তাদেরকে ফলো না করলে জীবন শেষ।’’

সুজানা খান লিখেছেন, ‘‘এ নষ্টাদের সহজ টার্গেট হল প্রবাসীরা। কারন এসব স্বল্প শিক্ষিত প্রবাসীরা সাধারণত হিতাহিত জ্ঞানশূন্য হয়। এরা এসব নষ্টাদের আইডিতে নিজেরাই নক করে প্রথমে এবং পরে সবার অজান্তে এসব নষ্টাদের শিকারে পরিণত হয়।’’

রুহুল আমিন তালুকদার লিখেছেন, ‘‘মিডিয়া জগৎটাই অন্ধকারাচ্ছন্ন ,,,,এখানে কোন আলোর সন্ধান নেই,,,,,যাদের পছন্দ নরমাল এবং সাদাসিদে তারাই জয়ী ও উপকৃত,,,,,চকচক করিলেই সোনা হয়না।’’

ইরতিজা সাদিয়া লিখেছেন, ‘‘ব্ল্যাকমেইল করে পুরুষদের বিয়ে করা যায় না। যারা করেছে নিজের ইচ্ছায় করছে। সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না।’’

জুয়েল লিখেছেন, ‘‘স্বর্ণাকে এভাবে গ্রেফতার করাটা ঠিক হয়নি। কারন সবে মাত্র ২৮ এ পা রেখেছিলো বেচারী। আর কটা দিন সময় পেলেই সেঞ্চুরিটা করে ফেলতে পারতো। তীব্র নিন্দা ও পেরতিবাদ জানাইচ্চি মাই লর্ড।’’



 

Show all comments
  • মো হীরা মৃধা ১৫ মার্চ, ২০২১, ৫:৫৭ পিএম says : 0
    মেয়ের একা তো ওপোরাদী না যারা টাকা পয়সা দিছে তারাও সমান ওপোরাদী তাদের কেও গেরেপ্তার করা হোক
    Total Reply(0) Reply
  • শহিদুর রহমান ১৫ মার্চ, ২০২১, ৬:১৯ পিএম says : 0
    শুধু সর্নাদের দোষ অশিখিতো সামান‍্য শিখখিতো প্রবাশিরা এদের দেহ ভোগ করতে আসে তাই তারা দেহ দেয় বিনিময় টাকা নেয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ