Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোভিড-১৯ বাড়ায় ‘লকডাউনে’ ফিরছে ভারতের নাগপুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ায় ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর নাগপুর ও এর আশপাশের এলাকাগুলো ফের অবরুদ্ধ হতে চলেছে। সোমবার থেকে মহারাষ্ট্রের এ শহরে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। ভারতে করোনাভাইরাসের অন্যতম হটস্পট মহারাষ্ট্র। রাজ্যটিতে এখন পর্যন্ত ভারতের মধ্যে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত কয়েক মাসে দেশটিতে সংক্রমণের হার নিম্নমুখী থাকলেও কিছুদিন ধরে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রসহ ৬টি রাজ্যে শনাক্ত রোগীর ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

করোনাভাইরাসের নতুন ‘ধরনের’ কারণে এই ঊর্ধ্বগতি হতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। সতর্কতামূলক নির্দেশনা মানতে অনীহাও সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে, বলেছেন তারা। ভারতজুড়ে টিকাদান কর্মসূচি চলার মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ বাড়ার এ চিত্র দেশটির কর্মকর্তাদের উদ্বেগও বাড়িয়ে দিয়েছে। লকডাউন থাকলেও নাগপুরে টিকাদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী নিতিন রাউত। সরকারি দপ্তর ও শিল্পকারখানায় ২৫ শতাংশ উপস্থিতি বাদে সব প্রতিষ্ঠান ও অপরিহার্য নয় এমন সব দোকান বন্ধ থাকবে,” বলেছেন তিনি।
সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোভিড-১৯


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ