বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেছেন, কোম্পানীগঞ্জে আর কোনভাবে বিশৃঙ্খলা হতে আমরা দেব না। সে লক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে মাঠে রয়েছে। শুক্রবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এদিকে কোম্পানীগঞ্জে চলমান আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মত বসুরহাট এলাকাসহ কোম্পানীগঞ্জে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
শুক্রবার সকালেও বসুরহাট বাজারের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। ফের কোনো প্রকার অপ্রীতিকর ও বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে নোয়াখালীর পুলিশ সুপার ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ১জন এসপি, সার্বক্ষণিক ২জন এএসপি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন।
এছাড়াও প্রায় ৩০জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ৩ শতাধিক পুলিশ ও ডিবি পুলিশ এবং র্যাবের ২টি টিম মোতায়েন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।