Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে কোনো ভাবেই বিশৃঙ্খলা হতে দেব না- নোয়াখালী পুলিশ সুপার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ৫:৪৯ পিএম

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেছেন, কোম্পানীগঞ্জে আর কোনভাবে বিশৃঙ্খলা হতে আমরা দেব না। সে লক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে মাঠে রয়েছে। শুক্রবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এদিকে কোম্পানীগঞ্জে চলমান আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মত বসুরহাট এলাকাসহ কোম্পানীগঞ্জে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শুক্রবার সকালেও বসুরহাট বাজারের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। ফের কোনো প্রকার অপ্রীতিকর ও বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে নোয়াখালীর পুলিশ সুপার ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ১জন এসপি, সার্বক্ষণিক ২জন এএসপি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন।

এছাড়াও প্রায় ৩০জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ৩ শতাধিক পুলিশ ও ডিবি পুলিশ এবং র‌্যাবের ২টি টিম মোতায়েন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ