Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের অভয়নগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, দুইজন নিহত, আহত ৫

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:২৬ পিএম

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেটে শুক্রবার সকালে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫জন। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহত ইজিবাইক চালক শহিদুল ইসলাম অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের সবর আলীর ছেলে। অপর নিহতের পরিচয় মেলেনি।

অভয়নগর হাইওয়ে থানার ওসি মাহমুদ আলম জানান, শুক্রবার বেলা ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা পরিবহন ভাঙ্গাগেট এলাকায় খুলনা অভিমুখী একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে ইজিবাইকের যাত্রী সবাই গুরুতর আহত হন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকের চালকসহ ৭জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান জানান, সাতজনের মধ্যে দুই আনার আগেই মারা যান। বাকী ৫জনের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপরজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ