Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জনসনের ভ্যাকসিনে ইইউ’র অনুমোদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১১:৫৬ পিএম

জনসন ও জনসনের করোনভাইরাস ভ্যাকসিনটি ইউরোপীয় ইউনিয়নের মেডিসিনস রেগুলেটরি অথরিটির কাছ থেকে ছাড়পত্র পেয়েছে। এর সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তির মতে, এ অঞ্চলের ধীর টিকাদান কর্মসূচিতে গতি আনতে প্রথম একক ইনজেকশনের পথ প্রশস্ত করা হয়েছে।
নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইউরোপীয় ইউনিয়নকে এ ভ্যাকসিন অনুমোদনের পরামর্শ দিয়েছে। ইউরোপীয় কমিশনকে এখন ভ্যাকসিনটি বিতরণের আগে সিদ্ধান্তটিতে অনুসমর্থন করতে হবে। গতকাল বøুমবার্গ এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
ব্লুমবার্গ এর অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ইসরাইলি গবেষণায় দেখা গেছে যে, ফাইজার ইনকরপোরেট এবং বায়োনেটেক-এর করোনাভাইরাস ভ্যাকসিন ৯৪ শতাংশ অস¤প্রদায়িক সংক্রমণকে অবরুদ্ধ করেছে যা মহামারীটি শুরুর এক বছর পরে ভাইরাসের বিরুদ্ধে শটটির অপ্রতিরোধ্য কার্যকারিতা প্রমাণ বহন করে।
বৃহস্পতিবার সংস্থাগুলো ও ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ভ্যাকসিন লক্ষণীয় সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু ৯৭ শতাংশ রুখে দিয়েছে। সূত্র : ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ