Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জলবায়ুর বিরূপ প্রভাবে ঝুঁকিতে উপকূলীয় এলাকা’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

নগরীর হালিশহরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, ঈদে মিলাদুন্নবী (সা.) ও খাজা গরীবে নেওয়াজ (র.) স্মরণে এক আলোচনা সভায় ওয়ার্ল্ড সূফিজের প্রেসিডেন্ট শাহসূফি সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নগরীর সাগর তীরের হালিশহরসহ উপকূলীয় অঞ্চল চরম ঝুঁকিতে পড়েছে।

শিল্পোন্নত দেশগুলোর দায়িত্বহীনতার কারণে বিশ্বের পরিবেশ ঝুঁকিতে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এ ঝুঁকি থেকে রক্ষায় সবাইকে পরিবেশ সচেতন হওয়ার আহবান জানান তিনি। মইনীয়া যুব ফোরামের ২৬ নং ওয়ার্ড শাখা আয়োাজিত সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি বাকি বিল্লাহ আল আযহারি, হাফেজ মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা মনসুর আলী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জলবায়ু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ