Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

অমুসলমানদের প্রকাশনায় ‘আল্লাহ’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা সরকারি নীতি অবৈধ বলে ঘোষণা করেছে মালয়েশিয়ার একটি আদালত। এর মধ্য দিয়ে অমুসলমানরা প্রকাশনায় ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবে। বুধবার কুয়ালালামপুরের একটি আদালত এই আদেশ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। অমুসলমানদের প্রকাশনায় ‘আল্লাহ’ শব্দ ব্যবহার নিয়ে স¤প্রতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় ধর্মীয় উত্তেজনা চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন জিল আয়ারল্যান্ড নামে এক খ্রিষ্টান। তার দাবি, কয়েক দশক ধরে চলে আসা এই বিধিনিষেধ তার সাংবিধানিক অধিকারকে খর্ব করছে। ১৯৮৬ সালে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয় ভাষায় প্রকাশিত খ্রিষ্টানদের প্রকাশনাগুলোতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৮ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে জিল আয়ারল্যান্ডের কাছ থেকে মালয় ভাষায় লিখিত কিছু ধর্মীয় পুস্তক ও কম্প্যাক্ট ডিস্ক উদ্ধার করে। বুধবার জিলের আইনজীবী আন্নু শ্যাভিয়ের জানিয়েছেন, আদালত তার রায়ে জিলকে সাংবিধানিক সমতা প্রদান করেছেন এবং তিনি ধর্ম চর্চার জন্য বই-পুস্তক আমদানি করতে পারবেন বলে জানানো হয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ