Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় পার্টি (জেপি) নেতা চন্দন আর নেই

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ৮:২৪ পিএম

জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপার্সন শরীফ শফিকুল হামিদ চন্দন আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাস খানেক আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। আজ সকালে শ্বাস কষ্টজনিত কারণে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আশংকাজনক অবস্থায় এখানে আনা হয়েছিল। ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়েছে। শ্বাস কষ্টজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজে ১৯৭৩ সালে ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি। খুলনা সিটি করপোরেশনের একসময়ের নির্বাচিত কমিশনার ছিলেন। খুলনার বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে প্রথম কাতারে থাকতেন শরীফ শফিকুল হামিদ চন্দন।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ