Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার চাটমোহরে সড়কে প্রাণ গেলো শিশুসহ ৩ জনের

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ৭:১৮ পিএম

পাবনার চাটমোহরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৩জনের প্রাণ গেলো। বৃহস্পতিবার ও গত বুধবার এসকল দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর পশ্চিমপাড়া গ্রামে সাগর হোসেনের মেয়ে সুমাইয়া নামের ৪ বছরের শিশু অটোভ্যান দুর্ঘটনায় মারা যায়।

জানা গেছে, সুমাইয়ার দাদা ময়লাল হোসেন তার অটোভ্যানটি বাড়ির সামনে রেখে বাড়ির ভেতর যান। এসময় সুমাইয়া ভ্যানে উঠে ভ্যানের সাথে রেখে যাওয়া চাবি ঘুরিয়ে ভ্যানটি সচল করে। এক পর্যায়ে হাতলে চাপ দিলে গিয়ার চালু হয়ে অটোভ্যানটি দ্রুত গতিতে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে এবং সুমাইয়া পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিন দুপুর ১২টার দিকে চাটমোহর-পাবনা সড়কের উপজেলার মথুরাপুর ইউনিয়নের খড়বাড়িয়া এলাকায় অটোরিক্সার চাপায় এক গৃহবধূ মারা গেছে। নিহত গৃহবধূ হলেন মথুরাপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী জুলেখা খাতুন (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, জুলেখা সড়ক পার হচ্ছিল। এসময় একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম দুর্ঘটনা ২টির বিষয় নিশ্চিত করেন।

অপর দিকে বুধবার সন্ধ্যায় গরুবাহী একটি শ্যালো ইঞ্চিন চালিত করিমন উল্টে সড়কের পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া চাদের মোড় এলাকায়। নিহত করিমন চালক হলেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে বাবুর আলী (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বাবুর আলী তার করিমনে ৩টি গরু নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কুমারগাড়া চাদের মোড় এলাকায় করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক বাবুর গুরুতর আহত হলে তাকে প্রথমে চামোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পাবনা পাঠানো হয়। পাবনা নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ