Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরও তিনশত পুলিশ মোতায়েন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ৬:২৩ পিএম

কোম্পানীগঞ্জে উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও অতিরিক্ত তিনশত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন শিফটে তিনশত পুলিশ মাঠে কাজ করবে। রাঙ্গামাটি থেকে এ অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। এছাড়া র‌্যাবের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী ও উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ ৯৮জনকে আসামি করা হয়েছে। এছাড়া বসুরহাট পৌরসভার কর্মচারী নুরনবী স্বপনও বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

নোয়াখালী জেলা প্রশাসক খুরশিদ আলম জানান. কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি শেষ হলেও প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে সভা মিছিল করতে দেয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ