পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারাযণগঞ্জ শহরের বিবি রোডে ফুটপাতে বসতে দেয়ার দাবিতে পুলিশ হকার সংঘর্ষের ঘটনায় হকার্স সংগ্রাম পরিষদের আহবায়ক আসাদুর রহমান আসাদকে আটক করে। গতকাল বুধবার সকাল ১১টায় আসাদের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদ।
বুধবার সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসরাম দিদ্দিকী, সুবাস চন্দ্র সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপর (ট্রাফিক), সদর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজ্জামানসহ একাধিক পুলিশ সদস্যরা কঠোর দায়িত্ব পালন করতে দেখা যায়।
জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টায় নারাযণগঞ্জ শহরের ফুটপাতে বসতে দেয়ার দাবিতে পুলিশ-হকার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সাংবাদিক-পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাংবাদিক সজিব, রুবেল, জসিমের নাম তাৎক্ষণিক জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে ফুটপাতে বসতে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে হকার্স সংগ্রাম পরিষদ। বিক্ষোভ মিছিলটি শহরের চাষাড়া থেকে কালীর বাজারের দিকে যাওয়ার পথে পানোরামা প-াজার সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া দিয়ে হকারদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হকার্স সংগ্রাম পরিষদের আহবায়ক আসাদুর রহমান আসাদকে আটক করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।