Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোহলি-বাবরের তুলনা চান না রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভারত-পাকিস্তান দুই দলই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দেশের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের কথার লড়াই সারা বছরই আলোচনার খোড়াক যোগায়। এবারও ভারতকে নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। তিনি মনে করেন ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো তুলনা চলে না। কারণ ভারতের চেয়ে বেশি প্রতিভাবান ক্রিকেটার রয়েছে পাকিস্তানের।
সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দল খাইবার পাখতুনখাওয়ার প্রধান কোচের দায়িত্ব আছেন রাজ্জাক। তিনি জানিয়েছেন, পাকিস্তানের অনেক কিংবদন্তীতুল্য ক্রিকেটার রয়েছেন। তাদের সঙ্গে তরুণ প্রতিভাবানদের তুলনা করা যায়। তবে ভারতের সঙ্গে নয়। কারণ পাকিস্তানে অনেক বেশি প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, ‘আমাদের এই ধরনের তুলনা (বিরাট কোহলি ও বাবর আজমের মাঝে তুলনা) করা উচিত নয়। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে আপনি ভারতের খেলোয়াড়দের তুলনা করতে পারবেন না কারণ পাকিস্তানে প্রতিভা বেশি। আমাদের ইতিহাসের দিকে নজর দিলে দেখবেন আমাদের অনেক দারুণ ক্রিকেটার রয়েছে। মোহাম্মদ ইউসুফ, ইনজামাম উল হক, সাঈদ আনোয়ার, জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাস ও ইজাজ আহমেদের মতো ক্রিকেটারর যাদেরকে আমরা তুলনা করতে পারি।’
এমনকি কোহলি এবং বাবরের তুলনা করতেও অনীহা প্রকাশ করেছেন পাকিস্তানের এই সাবেক অলরাউন্ডার। তিনি মনে করেন, দুই দলের খেলায় তাদের পারফরম্যান্স বিবেচনায় নিয়েই তাদের তুলনা করা উচিত। যদিও কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন রাজ্জাক, ‘বিরাট কোহলি এবং বাবর আজম সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিকেটার। তাদের যদি তুলনা করার দরকার হয় তাহলে পাকিস্তান-ভারতের মধ্যকার ম্যাচে কে ভালো করেছে এটা বিচার করেই তুলনা করা উচিত। বিরাট কোহলি একজন ভালো ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষেও সে ভালো খেলে। আমি তার বিরুদ্ধে কিছু বলছি না। ভারতের কেউ পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে তুলনা করে না। আমরাও তা করতে পারি না।’
বাবরের প্রশংসা করতে গিয়ে রাজ্জাক বলেন, ‘সে (বাবর) আমার অধীনে ছিল ৫-৬ বছর। অধিনায়ক হিসেবে আমি তাকে কখনই বাদ দেইনি। সে অনেক প্রতিভাবান ক্রিকেটার এবং দারুণ ব্যাটসম্যান। সে নিজেকে প্রমাণ করেছে এবং সে এক নম্বর ব্যাটসম্যান। আপনি যদি তাকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন সে সব রেকর্ড ভেঙে দেবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজ্জাক

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ