Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি খাদে-নদীতে হাবুডুবু খাবে-ড.আব্দুর রাজ্জাক

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৩ পিএম


কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুর রাজ্জাক এমপি বলেন, মির্জা ফকরুল ইসলাম আলমগীররা বলেন বাংলাদেশ নাকি খাদের পাড়ে বরং আপনারাই খাদে পড়ে গেছেন শুধু নাকটা জেগে আছে আপনারাই খাদে নদীতে হাবুডুবু খাবেন। তিনি বলেন,পুলিশ কোন শান্তিপ্রিয় মানুষকে গুলি করে না আতœরক্ষার্থে গুলি করে।দেশের শান্তিপ্রিয় মানুষকে রক্ষার্থে পুলিশ আইন অনুযায়ী কাজ করবে। পুলিশের সেই সু-প্রশিক্ষন, দক্ষতা,সক্ষমতা রয়েছে। দেশের স্থিতিশীল পরিবেশ রক্ষার্থে, অস্থিতিশীল পরিবেশ রুখতে পুলিশ শক্ত হাতে দমন করবে। তিনি মির্জা ফকরুলকে উদ্দেশ্য করে বলেন,এটা শেষ লড়াই নয় শেষ লড়াই হয়েছে ১৯৭১সালে মুক্তিযোদ্ধের সময়-এরপর যা হয়েছে তা হত্যাকান্ড। শনিবার(০৩সেপ্টেম্বর)বিকালে সখিপুর ধুমকেতু মাঠে আ.রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট/২০২২ ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ শওকত শিকদার এর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্নামেন্টে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ড.আতাউল গনি,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডেসকো পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ,উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল,ইউএনও প্রকৌশলী ফারজানা আলম,সাবেক এমপি উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক অনুপম শাহজাহান জয় প্রমুখ। খেলাটি উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা এড,জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। ফাইনাল খেলায় ধনবাড়ি ফুটবল একাদশ ও সখিপুর ক্রীড়া ঐক্য একাদশ অংশগ্রহন করে। এতে এক গোলে বিজয়ী হয় ধনবাড়ি ফুটবল একাদশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড.আব্দুর রাজ্জাক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ