Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় পিস্তলসহ গ্রেফতারকৃত যুবকের ১০ বছর কারাদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ৮:১৩ পিএম

অস্ত্র আইনের এক মামলায় আসামি জালাল উদ্দিনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি জালাল উদ্দিন (২৭) ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের মোঃ মোজাহার সরদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুর পৌনে তিনটায় র‌্যাব ডুমুরিয়ার মাওয়াখালি বাজারের পাশে অভিযান চালায়। এ সময় জালালউদ্দিনকে একটি দেশী পিস্তলসহ গ্রেফতার করা হয়। ওই দিন র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ