Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

 

প্রশ্ন এড়াতে
ইনকিলাব ডেস্ক : নিজের ডাকা সংবাদ সম্মেলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। তবে কঠিন সব প্রশ্ন এড়াতে গিয়ে অদ্ভূত এক কান্ড ঘটিয়েছেন তিনি। মঙ্গলবারের ওই সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো সামনে থাকা সাংবাদিকদের দিকে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে সেখান থেকে চলে যান তিনি। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ওই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক দেশটির মন্ত্রিসভার রদবদল নিয়ে থাই প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। তার ওই প্রশ্নের পরই এই অদ্ভুত কান্ড ঘটিয়ে বসেন প্রায়ুথ চান-ওচা। পরে চূড়ান্ত রকমের বিরক্তি নিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। রয়টার্স।


তিউনিসিয়ায় মৃত্যু ৩৯
ইনকিলাব ডেস্ক : তিউনিসিয়ায় নৌকা ডুবে ৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৬৫ জনকে। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় তিউনিসিয়া উপকূলে নৌকা দুটি ডুবে যায়। নিহতরা সবাই আফ্রিকান নাগরিক বলে এতে উল্লেখ করা হয়। আরও অনেকে নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির কোস্টগার্ড। গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার। রয়টার্স।


ভাইরাস পাসপোর্ট
ইনকিলাব ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে ভিন্ন একটি পদক্ষেপ গ্রহণ করেছে চীন। দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্যসনদ পরিদর্শনের ক্ষেত্রে ‘ভাইরাস পাসপোর্ট’ কর্মসূচি চালু করা হয়েছে। বলা হচ্ছে সংক্রমণ রোধে বিশ্বে প্রথম এমন পদক্ষেপ নিল চীন। মঙ্গলবার বার্তা সংস্থার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটিতে সোমবার এই ডিজিটাল স্বাস্থ্যসনদ চালু করা হয়েছে। এই সনদে যাত্রীর টিকাদানের তথ্য ও করোনা পরীক্ষার ফলাফলের তথ্য থাকবে। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের মাধ্যমে চীনা নাগরিকরা এই সনদ পাবেন। এএফপি।


উন্মুক্ত হচ্ছে গ্রিস
ইনকিলাব ডেস্ক : শিগগিরই আন্তর্জাতিক পর্যটকদের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে গ্রিসের দরজা। এরই মধ্যে সবুজ সংকেত দেয়া হয়েছে যে, আগামী ১৪ই মে থেকে খুলে দেয়া হতে পারে পর্যটন খাত। যদি কোনো পর্যটক করোনা ভাইরাসের টিকা নিয়ে থাকেন অথবা তার যদি অ্যান্টিবডি থাকে অথবা করোনা ভাইরাস নেগেটিভ সনদ থাকে তাহলেই তিনি গ্রিসে বেড়াতে যেতে পারবেন। এ ঘোষণা দিয়েছেন দেশটির পর্যটন মন্ত্রী হ্যারি থিওচারিস। এর ফলে মধ্য মে থেকে বৃটিশ অবকাশযাপনকারীরা গ্রিসে যেতে পারবেন। তাছাড়া আন্তর্জাতিক পর্যটকরাও যেতে পারবেন ভ্রমণে। যে সময় থেকে বৃটিশরা আন্তর্জাতিক সফরে বের হন তার তিন দিন আগে আগামী ১৪ই মে এই সীমান্ত খুলে দিতে পারে গ্রিস। অনলাইন ডেইলি মেইল।


১২ মামলা
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে সম্মিলিতভাবে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশের জেরে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এ মামলায় নেতৃত্ব দিচ্ছেন মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট। তার সঙ্গে রয়েছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা। ফক্স বিজনেস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ