Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলমারীতে ২মাস ধরে চাল পাচ্ছে না ভিজিডি কার্ডধারীরা

চিলমারী (কুড়িগ্রাম)সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ৪:০০ পিএম

দায়িত্বরতদের গাফলতি আর অবহেলার কারনে অসহায় পড়ে পড়েছে ভিজিডি সুবিধাভুগিরা। ২মাস পেড়িয়ে গেলেও চাল পাচ্ছেনা তারা। এদিকে একমাসের চাল ফেরত যেতে পারেও বলে দু’চিন্তায় অসহায় দুঃস্থ মানুষ গুলো। জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের অবহেলাকে দায়ি করছেন সুবিধাভুগিরা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের।

জানা গেছে, বছরের ২ মাস পেড়িয়ে তিন মাস চলে যাওয়ার পথে তবুও কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের ৩২৫জন সুবিধাভুগিরা ১ মাসের চাল পেলেও থানাহাট, রানীগঞ্জ, রমনা, অষ্টমীরচর ও নয়ারহাটসহ ৫ ইউনিয়নের ২হাজার ৮৯৮জন ভিজিডি কার্ডধারীরা এখনও চাল পায়নি। প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণের নিয়ম থাকলেও কর্তৃপক্ষের গাফলতি এবং ওইসব ইউপির চেয়ারম্যান নানা অজুহাতে সে নিয়ম রা করতে পারেননি। অবশ্য নতুন বছরের ভিজিডির তালিকা অনুমোদনে দেরি হওয়ায় যথা সময় দুস্থদের চাল বিতরণ করতে পারেননি বলে দাবি করেন ওইসব ইউপির চেয়ারম্যান। রমনা মডেল ইউপি চেয়ারম্যান আজগর আলী বলেন, জানুয়ারী মাসের চাল না দেয়ায় আপাতত চাল নেয়া হচ্ছেনা বিষয়টি ফয়সালা হলে বিতরনের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, এছাড়াও উপজেলা পরিষদ থেকে তালিকা অনুমোদন ও কার্ডে স্বার করাতেই অনেকদিন পাড় হয়ে গেছে। কথা হলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন বলেন, সঠিক সময় তালিকা ও কার্ড না পাওয়ায় দেরি হচ্ছে। কার্ড জমাসহ ইউএনও স্যারের স্বাক্ষর হলে চাল বিতরন করা হবে, তিনি আরো জানান, চাল যেন ফেতর না যায় এব্যাপারে জেলায় অবগত করা হয়েছে। বিষয়টি নিয়ে ভিজিডি সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, তালিকা দিতে দেরি করায় একটু সমস্যা হয়েছে তবে দ্রুত এর সমাধান করে চাল বিতরন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনিয়ম

২৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ