Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে- কর্মশালায় বৈজ্ঞানিক কর্মকর্তারা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ৯:১২ পিএম

সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং এ অঞ্চলর জনগণর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানান, বিএআরআই কর্মকর্তারা। জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিএআরআই) এর সহযোগিতায় কক্সবাজারের উখিয়া উপজেলার সোনার পাড়ায় সামুদ্রিক শৈবাল চাষের উপর অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা একথা বলেন।

আজ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় হাত কলমে শেখা ও দেখার জন্য প্রদর্শনী প্লট উপস্থাপন করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার সামুদ্রিক শৈবাল প্রকল্পের ন্যাশনাল কনসালটেন্ট ড. এ.এম. শাহাবউদ্দিন, প্রকল্পের ন্যাশনাল কো-অর্ডিনেটর ও বিএআরসি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কবির উদ্দিন আহমদ, বিএআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাঃ আককাস আলী, মৎস্য অধিদপ্তরর জেলা মৎস্য কর্মকর্তা ড. মাঃ আবদুল আলীম।

অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন, বিএআরআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শরফুদ্দিন ভুঞা। বিএআরসি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবদুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা ওমর ফারুক মাশুক। অনুষ্ঠানে বক্তারা সামুদ্রিক শৈবাল চাষ এ অঞ্চলের অর্থনীতি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বল আশাবাদ ব্যক্ত করেন।

ড. সাহাবউদ্দিন বলন, সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং এ অঞ্চলর জনগণর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

এ ছাড়াও সামুদ্রিক শৈবাল পুষ্টিগুণে ভরপুর একটি সামুদ্রিক উদ্ভিদ। যা বিভিন্ন রোগবালাই হতে মানুষকে রক্ষা করতে সহায়ক। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিনের খাদ্যে সামুদ্রিক শৈবাল ব্যবহার করা হয়। এ অঞ্চলের রাখাইন সম্প্রদায় বহু যুগ ধরে সামুদ্রিক শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করে আসছ। কর্মশালায় ২৫ জন চাষী অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ