Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ফের হুতি হামলা

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফের সউদী আরবের প্রধান তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির রাস তানুরায় অবস্থিত সউদী আরামকো তেল কারখানায় ওই হামলা চালায়। বৈশ্বিক তেল সরবরাহের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সউদী আরব। এদিকে, তেল স্থাপনায় হামলার কথা স্বীকারের পাশাপাশি হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা সউদীর দাম্মাম, আসির ও জাজান শহরে দেশটির বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। মিডল ইন মনিটর।


গুঁড়িয়ে দেবে
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেছিলেন, ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলার জন্য তেল আবিব পরিকল্পনা হালনাগাদ করছে। ইসরাইলের এমন কথার কড়া জবাব দিয়েছে ইরান। দখলদার ইসরাইলের শাসক গোষ্ঠী কোনো সামান্যতম ভুল করলে তেল আবিব এবং হাইফ শহর গুঁড়িয়ে দেয়া হবে। বলেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। রোববার তিনি ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, অনেক সময় দেখা যায় তারা এমন কিছু বলে যা করা তাদের জন্য কঠিন। এসব হুমকি ধামকির মাধ্যমে তারা নিজেদের হতাশাগ্রস্ত বলে প্রমাণ করছে। ইরনা।


কারাগারেই
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া এক এএলডি নেতার কারাগারে মৃত্যু হয়েছে। তবে, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানা না গেলেও, তার কাপড়ে রক্তের দাগ পাওয়া গেছে বলে জানা গেছে। এর মধ্যেই, মিয়ানমারজুড়ে রোববারও অব্যাহত ছিল জান্তা সরকারবিরোধী বিক্ষোভ। এদিনও, কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে, মিয়ানমারের চলমান সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। রয়টার্স।


প্রকল্প বাতিল
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা প্রকল্প বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন সোমবার বলেছেন, সহিংসতা ও মৃত্যু বৃদ্ধি পাওয়ার ফলে উদ্বেগ তৈরি হওয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছেন। পেইন বলেন, ‘আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কাছে দৃঢ়ভাবে অনুরোধ করছি যেন তারা সংযম চর্চা করেন এবং বেসামরিক লোকজনের ওপর সহিংসতা চালানো থেকে বিরত থাকেন।’ মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত অসামরিক বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। রয়টার্স।


সংস্কার প্রয়োজন

ইনকিলাব ডেস্ক : হংকংয়ের সুন্দর ভবিষ্যতের জন্যই নির্বাচনী সংস্কার প্রয়োজন বলে দাবি করেছে চীন। চীনের স্টেট কাউন্সিলর ওয়াং রবিবার বলেছেন, দীর্ঘ স্থায়িত্বের জন্য হংকংয়ের পরিস্থিতির আরো উন্নতির দরকার। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ওয়াং ই বলেন, নির্বাচনী সংস্কার হংকং শহরের স্ন্দুর ভবিষ্যতের জন্যই দরকার। চীন সরকার হংকংয়ের নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন আনার পরিকল্পনা করছে। চলতি সপ্তাহেই পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে। হংকংয়ে যাতে চীনের প্রতি অনুগতরাই ক্ষমতায় থাকে সেই ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ বলে সমালোচকরা বলছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ