Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গ কাশ্মীর হলে সমস্যা কী : ফারুক

বিজেপি নেতা শুভেন্দুর আতঙ্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গকে আরেকটি কাশ্মীরে রূপান্তরিত করতে চাচ্ছে তৃণম‚ল কংগ্রেস। আসন্ন রাজ্যসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন। এর আগে শ্যামা প্রসাদ মুখার্জির কথা উল্লেখ করে তিনি বলেন, যদি জনসংঘের এই প্রতিষ্ঠাতা না থাকতেন, তবে ভারতও একটি ইসলামিক দেশে পরিণত হতো। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠসহযোগী ছিলেন শুভেন্দু। এখন তারা একই আসনে পরস্পরের বিরুদ্ধে লড়ছেন। শনিবার বেহালার মুচিপাড়ায় বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন, যদি শ্যামা প্রসাদ মুখার্জি না থাকতেন, তবে ভারত ইসলামিক দেশে পরিণত হয়ে যেত। যদি তৃণম‚ল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে, তাহলে পশ্চিমবঙ্গ কাশ্মীরে পরিণত হয়ে যাবে। গত ১৪ ফেব্রুয়ারি তিনি অভিযোগ করে বলেন, ‘জয় বাংলা’ সেøাগান নিয়ে এসে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে রূপান্তরিত করতে চায় তৃণম‚ল কংগ্রেস। তার এই বক্তব্যের জবাবে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, বিজেপির বক্তব্য অনুসারে, ২০১৯ সালের আগস্টের পর কাশ্মীর স্বর্গে পরিণত হয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গ যদি কাশ্মীর হয়, সমস্যা কী? এনডিটিভি, হিন্দুস্থান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ