Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতান্ত্রিক স্বাধীনতায় বিশ্বের সর্বনিম্ন মুক্ত দেশ সিরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ৪:২৬ পিএম

গণতান্ত্রিক স্বাধীনতা নিয়ে সম্প্রতি বিভিন্ন দেশের উপর ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড ২০২১ ডেমোক্রেসি আন্ডার সিজ’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সিরিয়াকে বিশ্বের সর্বনিম্ন মুক্ত দেশ এবং সর্বশেষ তালিকানুযায়ী তিব্বতকে বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন মুক্ত অঞ্চল হিসাবে স্থান দেওয়া হয়েছে। -আল মনিটর
জানা যায়, ফ্রিডম হাউস একটি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান। এটি বিশ্বজুড়ে রাজনৈতিক স্বাধীনতার ওপর গবেষণাগুলোকে ভিত্তি করে তৈরি হয়েছে। এতে দেশ ও অঞ্চলগুলোর জন্য শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে শূন্যপ্রাপ্ত দেশ ও অঞ্চল মুক্ত নয় এবং ১০০ নম্বর প্রাপ্ত দেশ ও অঞ্চলকে মুক্ত বলে উল্লেখ করা হয়। ২০২১ সালের প্রতিবেদনে দুই শতাধিক দেশ ও অঞ্চলের মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ৮৩টি দেশ ও একটি অঞ্চল ‘মুক্ত’, ৬৩টি দেশ ও চারটি অঞ্চল ‘আংশিক মুক্ত’ এবং ৪৯টি দেশ ও ১০টি অঞ্চল ‘মুক্ত নয়’ বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজনৈতিক অধিকারের দেওয়া ৪০ নম্বরের মধ্যে তিব্বত পেয়েছে ২ এবং নাগরিক স্বাধীনতার ৬০ নম্বরের মধ্যে ৩ নম্বর পেয়েছে। অঞ্চলটি সামগ্রিকভাবে ১০০ নম্বরের মধ্যে মাত্র ১ নম্বর পেয়েছে। উল্লেখ্য, চীন প্রশাসন তিব্বতিদের ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রকাশসহ তিব্বতিদের মতবিরোধের যেকোন লক্ষণ দমন করতে ব্যাপক কঠোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ