মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পূর্বাভাস
ইনকিলাব ডেস্ক : কভিড-১৯ মহামারীতে বিধ্বস্ত যুক্তরাজ্যের অর্থনীতি চলতি বছর ৪ শতাংশ প্রবৃদ্ধির প‚র্বাভাস দেয়া হয়েছে। এটি আগের প্রাক্কলন ৫ দশমিক ৫ শতাংশের তুলনায় কম। এর আগে গত বছর রেকর্ড শুরু হওয়ার পর সর্বোচ্চ ১০ শতাংশ সংকোচনের মুখোমুখি হয়েছিল বিশ্বের পঞ্চম বৃহত্তম এ অর্থনীতি। গত বুধবার দেশটির অর্থমন্ত্রী ঋষি সুনাক বার্ষিক বাজেটে সর্বশেষ এ সরকারি পূর্বাভাসের ঘোষণা দেন। এএফপি
‘ঘ্যানঘ্যানানি বন্ধ’
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে কোভিড-১৯ মহামারীর সংক্রমণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করে উল্টো দেশবাসীকে এ রোগ নিয়ে ‘ঘ্যানঘ্যানানি বন্ধ করতে’ বলেছেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। দেশটিতে এ রোগের সংক্রমণ ও মৃত্যু উভয়ই আবার বাড়তে শুরু করেছে। কোভিড-১৯ মহামারীতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। সেখানে দুই লাখ ৬০ হাজারের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবারও সেখানে ১ হাজার ৬৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আগের দিন মারা যান ১ হাজার ৯১০ জন। বিবিসি।
টিকা প্রয়োগ শুরু
ইনকিলাব ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় শুক্রবার থেকে মহামারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেশটির প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিয়েছেন জাতীয় হাসপাতালের সিনিয়র রেজিস্ট্রার সাইপ্রিয়ান এনগং। ১০ মার্চ থেকে ৩৬টি রাজ্যের গভর্নর ও তাদের ডেপুটিরা টিকা নিতে শুরু করবেন। অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩.৯৪ মিলিয়ন ডোজ নাইজেরিয়ায় পৌঁছায়। পশ্চিম আফ্রিকার দেশটির জনসংখ্যা ২০০ মিলিয়নের বেশি। নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের দেওয়া তথ্যমতে গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৭০৯ জন করোনা আক্রান্ত হয়েছে। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬৭১ জন ছাড়িয়েছে। বিবিসি।
এক চতুর্থাংশ
ইনকিলাব ডেস্ক : বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের এক চতুর্থাংশের বেশি নারী। তবে রাজনীতিতে নারীর অংশগ্রহণের অগ্রগতি এতোটাই কম যে, বর্তমান হার অব্যাহত থাকলে লিঙ্গভিত্তিক সমতা অর্জন করতে হলে আরও ৫০ বছর সময় লাগবে। ‘পার্লামেন্টে নারী’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। ১৭৯টি দেশ ও ১৩টি অঞ্চলের পার্লামেন্টের সমন্বয়ে গঠিত সংস্থাটি বলেছে, ‘বর্তমান হারে বিশ্বব্যাপী পার্লামেন্টে লিঙ্গভিত্তিক সমতা অর্জনে আরও ৫০ বছর লাগবে।’ ২০২০ সালে বিশ্বে নারী আইনপ্রণেতা ছিলেন ২৫ দশমিক ৫ শতাংশ। এর আগের বছরের তুলনায় এই হার শূন্য দশমিক ৬ শতাংশ। ১৯৯৫ সালে পার্লামেন্টে নারীর অংশগ্রহণ ছিল মাত্র ১১ দশমিক ৩ শতাংশ। রয়টার্স।
দাবি অস্বীকার
ইনকিলাব ডেস্ক : সম্প্রতি ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করে বক্তব্য দিয়েছিল তেল আবিব। তাদের এ বক্তব্যকে ভিত্তিহীন উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান এ ঘটনার জেরে ইসরাইলের পক্ষ থেকে কোনও ভুল সিদ্ধান্তের বিষয়ে গোটা বিশ্বকে সতর্ক করেছে। শনিবারএক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। বলা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতি বরাবর পৃথক চিঠিতে এই হুঁশিয়ারি জানিয়েছেন। ইরনা।
সাজা মওকুফ
ইনকিলাব ডেস্ক : একজন নারী ও পুরুষ বিয়ে বহির্ভ‚ত সম্পর্কের এক মামলায় অভিযুক্ত প্রমাণিত হয়েছে। কিন্তু ওই জুটিকে অব্যাহতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র আপিল আদালত। এর আগে শারজাহ’র অপরাধ আদালত প্রথমবারের মতো এক ফিলিস্তিনি জুটিকে এই মামলায় ছয় মাসে কারাদন্ড দেন। কারাদন্ড শেষে তাদের ফিলিস্তিনে পাঠানোরও নির্দেশ দেন আদালত। গত বছরের ২ নভেম্বর এই রায় ঘোষণা করেন আদালত। ওই জুটি শারজাহ’য় একটি গাড়ির মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে অভিযোগ করা হয়। মিডল
ইস্ট মনিটর।
আপত্তি যুক্তরাষ্ট্রের
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তদন্ত শুরুর ঘোষণা দেয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন যে তার সরকার এই তদন্ত সমর্থন করে না। গত জানুয়ারির তৃতীয় প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা ক্ষমতায় বসার পর নেতানিয়াহু প্রথমবারের মতো ফোন করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।