Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লেবাননের প্রখ্যাত সুন্নি আলেম শেইখ আহমাদ আল যেইনের মৃত্যুতে ইরানের শোকবার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ৬:৫১ পিএম

লেবাননের প্রখ্যাত আলেম শেইখ আহমাদ আল যেইনের মৃত্যুতে শোকবার্তা দেওয়ায় ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, শেইখ আহমাদ আল যেইনের পথ অনুসরণ ও তাঁর স্বপ্ন বাস্তবায়নে তৎপরতা অব্যাহত রাখবে হিজবুল্লাহ। -পার্সটুডে

গত সপ্তাহে লেবাননের ঐ আলেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছিলেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। লেবাননের প্রখ্যাত সুন্নি আলেম ও সাবেক বিচারক শেইখ আহমাদ আল যেইন গত সপ্তাহে ইন্তেকাল করেন। এই আলেম দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধকে বায়তুল মুকাদ্দাস মুক্ত করার একমাত্র পন্থা বলে মনে করতেন। এ কারণে দখলদার ইসরাইল বহুবার তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছে এবং নানাভাবে কষ্ট দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক জ্ঞাপন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ