পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ আইনজীবী, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত ১ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য বর্ষিয়ান এই রাজনীতিবিদকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিলো। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত’র অধীনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র বইছে শোকের ছায়া।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেন, ‘বাংলাদেশকে অন্যতম আইনপ্রণেতা, সাবেক উপ-প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক, বার বার নির্বাচিত সাবেক এমপি, সাবেক আইনমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সর্বোপরি বাংলাদেশকে একজন অভিভাবক ব্যারিস্টার মওদুদ আহমেদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইন্নাইলাহি রাজিউন। কিছুদিন আগেও তার সহকারীর মাধ্যমে আমার কাছে বার্তা দিয়েছিলেন তাঁর সাথে দেখা করে আসার জন্যে। অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ এবং দিকনির্দেশনা দিতেন তিনি যেটা থেকে বঞ্চিত হলাম। মহান আল্লাহতায়ালা এই পাহাড় সমান ব্যক্তির সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করুন। আমিন।’
হোসাইন তানবীর লিখেন, ‘অত্যন্ত সংযত ও পরিশীলিত ব্যক্তিত্বের লোক ছিলেন তিনি। বিএনপিতে মাত্র যে এক দুইজন লোককে আমার ভালো লাগতো তাদের মাঝে উনি ছিলেন অন্যতম।’
ওয়াসীম লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে বেহেশত নসীব করুন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার পরিজনকে এ শোক সহ্য করার শক্তি দান করুন। আমীন।’
ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম লিখেন, ‘বিএনপি এবং বাংলাদেশের মানুষ অনেক বড় মাপের একজন নেতাকে হারালো। আল্লাহ পাক উনাকে জান্নাত নসীব করুক। আমিন।’
ব্যারিস্টার মওদুদ আহমদের আত্মার শান্তি কামনা করে স্টাট্যাস দেন সর্বেন্দু বনিক।
ছবি শেয়ার করে খালেদ আহমেদ লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ভালো মানুষ ছিলেন। জান্নাত কামনা করি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।