পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশিষ্ট ছড়াকার কলামিস্ট ও কবি মহিউদ্দিন আকবর গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বৎসর। তিনি এক ছেলে, তিন মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বাদ যোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বাসাবো দশের মোড় জামে মসজিদে। জানাজায় ইমামতি করেন অত্র মসজিদের ইমাম সাহেব। জানাযায় বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাঁর বন্ধুবান্ধবও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার মুসলিরা অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে দাফন করার জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাদের পারিবারিক কবরে দাফন করা হয়। ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আবু বকর সিদ্দিক।
তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক যুক্ত বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ডক্টর মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান। নেতৃদ্বয় বলেন, তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন মুখলেস, সৎ ও তাকওয়াবান ব্যক্তিত্ব। ব্যক্তি হিসেবে তিনি যেমন ছিলেন ব্যক্তিত্বসম্পন্ন তেমনি যোগ্যতা ও দক্ষতার দিক থেকেও তিনি দেশ ও জাতির খেদমতে অনেক ভালো কাজ করে গেছেন। তার লেখা সুন্দর সুন্দর ছড়া ও কবিতার বইয়ের জন্য দেশবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয়-বরণীয় হয়ে থাকবেন। সাহিত্যাঙ্গনে বিশেষ করে ইসলামী সাহিত্য অঙ্গনে কবি-সাহিত্যিকদের নিকট তিনি একজন ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।