মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের জাতীয় সংসদে এক আস্থা ভোটে জয়ী হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সংসদের নিম্ন কক্ষের এক অধিবেশনে ৩৪২ সদস্যের মধ্যে ১৭৮ ভোট লাভ করেছেন। প্রেসিডেন্ট আরিফ আলভীর এক নির্দেশে এই ভোটের আয়োজন করা হয়। ইমরান খানের জয়ী হবার জন্য ১৭২ ভোটের প্রয়োজন ছিল।
বিরোধী দলের আহুত বয়কটের আহ্বানের আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশটির সংসদে এই আস্থা ভোটে জয়ী। এর ফলে তার সরকারের বৈধতার ভিত্তি আরও শক্তিশালী হল। এর আগে তার মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী এক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে সিনেট নির্বাচনে পরাজিত হন।উচ্চকক্ষের ভোটাভুটিতে অর্থমন্ত্রী আব্দুল হাফিজ পেয়েছিলেন ১৬৪ ভোট। ইউসুফ রাজা গিলানি পেয়েছিলেন ১৬৯ ভোট। এবার উচ্চকক্ষের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান পদে ভোট হবে ১২ মার্চ। তার আগেই নিম্নকক্ষে আস্থা ভোটের সম্মুখীন হয়ে জয়ী হলেন প্রধানমন্ত্রী ইমরান খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।