মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতালি সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অস্ট্রেলিয়াগামী চালান আটকে দিয়েছে। এর ফলে ইতালির কারখানায় উৎপাদিত আড়াই লাখ ডোজ ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় রফতানি আটকে দেয়া হলো। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুসারে ভ্যাকসিন সরবরাহে কোম্পানিগুলো ব্যর্থ হলে এতদ অঞ্চলে উৎপাদিত ভ্যাকসিন রফতানিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এর আওতায় এমন পদক্ষেপ নিলো ইতালি।
অস্ট্রেলিয়া জানিয়েছে, একটি চালান না আসাতে তাদের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে খুব বড় প্রভাব পড়বে না। বিবিসি জানিয়েছে, ইউরোপীয় কমিশন ইতালির এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।
এই বছরের প্রথম তিন মাসে চুক্তির মাত্র ৪০ শতাংশ ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রকে সরবরাহ করার পথে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। উৎপাদন ঘাটতির কথা বলে ভ্যাকসিন ডোজের সরবরাহ কমিয়েছে কোম্পানিটি। এ নিয়ে ইইউ’র সঙ্গে বিরোধ চলছে। জানুয়ারি তৎকালীন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহে বিলম্ব অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছিলেন। কোম্পানি দুটির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগও করেন তিনি।
করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে মন্থর গতির জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে ইইউ। ব্লকটির ভ্যাকসিন কর্মসূচি গত জুনে গ্রহণ করা হয়। সদস্য রাষ্ট্রগুলোর জন্য ভ্যাকসিন কিনছে ইউরোপীয় কমিশন।
অস্ট্রেলিয়াগামী ভ্যাকসিন চালান ইতালির আটকে দেওয়ার বিষয়ে ইইউ বা অ্যাস্ট্রাজেনেকার কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অস্ট্রেলীয় সরকার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার কথা ছিল। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।