Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরে ছিনতাইয়ের শিকার হলেন সংবাদকর্মী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ৭:০৪ পিএম

শহরের পশ্চিম লারপাড়া এলাকার গলিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন একজন সংবাদকর্মী। বৃহস্পতিবার রাত ১১টায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার তরুণ সংবাদকর্মী নাম আব্দুল রশিদ মানিক কক্সবাজারের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম 'কক্সবাজার নিউজ' এ কর্মরত। তিনি কক্সবাজার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।

অফিস শেষ করে বাসা যাওয়ার সময় কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া কালভার্টের ওপর ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

আব্দুল রশিদ মানিক বলেন, এক ছিনতাইকারী তাঁর মানিব্যাগ ও মুঠোফোন সেট ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মুঠোফোন নেওয়ার চেষ্টা করলেও সেটি নিতে পারেনি। পরে তাকে মারধর ও ছুরিকাঘাত করে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।

এলাকাবাসী মানিকের চিৎকার শুনতে পেয়ে ছুটে এসে ছিনতাইকারীদের একজনকে আটক করতে সক্ষম হয়। আটক ছিনতাইকারীর নাম সাইফুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ