Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ৫:০৫ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পোনে দশটায় উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহত ওই শিক্ষকের নাম বাহাজ আলি (৮৫)। তার বাড়ী বঙ্গ সোনাহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লক্ষীর মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সোনাহাট বাজার মসজিদের সামনে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা দ্রুত গতি সমপন্ন একটি মটর সাইকেল বাহাজ আলিকে ধাক্কা দিলে তিনি পাকা রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এলাকাবাসী মোটর সাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যায়। শুক্রবার বিকেল তিনটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বাহাজ আলি সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর গ্রহন করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ