মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিনেমাকেও হার মানিয়েছে ভিয়েতনামে ঘটে যাওয়া এক ঘটনা। দেশটির রাজধানী হ্যানয়ে এক বাড়ির ১২ তলার বারান্দা থেকে নিচে পড়ে যায় এক শিশু। তার কপালে নিশ্চিত মৃত্যু রয়েছে ভেবে চিৎকার করছিলেন প্রতিবেশীরা। এমন সময় সুপারহিরোর মতোই দৌড়ে এসে শিশুটিকে প্রায় ক্যাচ ধরেন এক ডেলিভারি বয় নুয়েন নুক। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে সেই ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। দ্যা গার্ডিয়ানের বরাতে জানা গেছে, আশপাশের লোকজনের চিৎকারে নুয়েন শিশুটিকে ধরার জন্য বিল্ডিংয়ের লাগোয়া মোটরসাইকেল শেডের ওপর উঠে পড়েন। ৩১ বছর বয়সী এই ডেলিভারি বয় শিশুটির প্রাণ যেভাবে রক্ষা করেছেন তা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রæতগতিতে পড়া শিশুকে ঠিকভাবে পুরোপুরি ধরতে পারেননি তিনি। তবে তার প্রচেষ্টাতেই বড় ধরনের আঘাত থেকে রক্ষা পায় শিশুটি। ঘটনার পর নুয়েন নক জানান, তিনি যেভাবে দৌঁড়ে গিয়ে ওই শিশুকন্যাকে আঁকড়ে ধরেন তাতে সময়ের আর একটু হেরফের হলেই বড় বিপদ হতে পারত। শুধু তাই নয়, ওই শিশুটিকে পড়ে যেতে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। সেই কারণে সময় নষ্ট না করেই ওই শিশুকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন বলে জানান ওই তরুণ। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।