মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ সুদানের জংলাই রাজ্যে মঙ্গলবার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বিমানের দুই পাইলটও রয়েছেন। বুধবার এএফপির কাছে পাঠানো এক বিবৃতিতে গভর্নর ডিনে জোক চাগোর বলেন, পিরি এয়ারস্ট্রিপে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটের দিকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর এটি ছিল বড় দুঃখের ও ভয়ঙ্কর খবর। তিনি বলেন, এ ঘটনায় দুই পাইলটসহ ১০ জন নিহত হন। বিমানটি দক্ষিণ সুদানের সুপ্রিম এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান ছিল বলে জানা গেছে। এ ঘটনায় নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এটি ছিল এই বিমান সংস্থাটির দ্বিতীয় কোনো বিমান দুর্ঘটনা। এর আগে ২০১৭ সালে এই এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গেলে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। তবে ওই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।