Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় আরচ্যারিতে আলিফের ত্রিমুকুট জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ৭:১০ পিএম | আপডেট : ৭:৫০ পিএম, ৪ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু জাতীয় আরচ্যারি প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তীরন্দাজ আবদুর রহমান আলিফ চমক দেখিয়েছেন। দেশসেরা আরচ্যার রোমান সানাকে পেছনে ফেলে আসরে ত্রিমুকুট জিতে নিয়েছেন তিনি। নিজের প্রিয় ইভেন্ট রিকার্ভে রোমান সানা যেখানে একটি ব্রোঞ্জপদক জিতেছেন, সেখানে রিকার্ভের তিন বিভাগেই স্বর্ণপদক জিতে নিয়েছেন আলিফ। বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেশেষ হওয়া জাতীয় আরচ্যারিতে ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব পাঁচটি স্বর্ণ ও দু’টি রৌপ্য জিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিকেএসপি তিনটি স্বর্ণ এবং দু’টি করে রুপা ও ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়।

রিকার্ভ পুরুষ এককে আরিফ ৭-৩ সেট পয়েন্টে পুলিশের হাকিম আহমেদ রুবেলকে, নারী এককে আর্মি আরচ্যারি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা ৬-০ সেটে নাজমিন খাতুনকে, পুরুষ দলগতে বিকেএসপির আবদুর রহমান আলিফ ও প্রদীপ্ত চাকমা ৬-২ সেটে ঢাকার আফজাল হোসেন, মো: সাগর ইসলাম ও মিশাদ প্রধানকে, নারী দলগতে ঢাকা আর্মি আরচারি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা, নাসরিন আক্তার ও রাবেয়া আক্তার ৫-৪ সেটে বিকেএসপির দিয়া সিদ্দিকী, ফাহমিদা সুলতানা নিশা ও উম্যা চিং মার্মাকে এবং মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপির আবদুর রহমান আলিফ ও দিয়া সিদ্দিকী ৫-৪ সেটে পুলিশ আরচ্যারি ক্লাবের মোহাম্মদ তামিমুল ইসলাম ও বিউটি রায়কে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন। কম্পাউন্ড ইাভেন্টের পুরুষ এককে আনসারের ঐশ^র্য্য রহমান ১৪০-১৩৬ স্কোরে বিকেএসপির হিমু বাছাড়কে, নারী এককে আর্মি আরচ্যারি ক্লাবের সুস্মিতা বনিক ১৪৩-১৪১ স্কোরে একই ক্লাবের রোকসানা আক্তারকে, পুরুষ দলগতে পুলিশ আরচ্যারি ক্লাবের অসীম কুমার দাস, মো: আশিকুজ্জামান ও ভানরুম বম ২২৪-২১৬ স্কোরে আর্মি আরচারি ক্লাবের জাবেদ আলম, মিঠু রহমান ও সোহেল রানাকে, নারী দলগতে আর্মি আরচ্যারি ক্লাবের রোকসানা আক্তার, সুস্মিতা বনিক ও তানিয়া রীমা ২২১-২০৬ স্কোরে পুলিশ আরচ্যারি ক্লাবের হুমায়রা খাতুন, রিতু আক্তার ও শিউলি আক্তারকে এবং মিশ্র দলগতে আর্মি আরচ্যারি ক্লাবের রোকসানা আক্তার ও মো: মিঠু রহমান ১৪৯-১৪৭ স্কোরে পুলিশ আরচ্যারি ক্লাবের অসীম কুমার দাস ও হুমায়রা খাতুনকে হারিয়ে স্বর্ণ জেতেন। সমাপণী দিনের খেলা শেষে বিজয়ীদের হাতে পদক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) মো. আবদুল করিম। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.), সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির আহŸায়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরচ্যারি

৩ ফেব্রুয়ারি, ২০২২
১৫ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ